Bengali | Edited by Indrani Halder | Tuesday August 6, 2019
মঙ্গলবার লোকসভায় দলীয় সাংসদদের উপস্থিতির জন্যে হুইপ জারি করল কংগ্রেস। সোমবারই জম্মু কাশ্মীরের পুনর্গঠন এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা সংক্রান্ত বিল পাস হয়ে যায় রাজ্যসভায়। এদিকে জম্মু ও কাশ্মীর থেকে (Jammu & Kashmir) ৩৭০ ধারা বিলোপ এবং একে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করে বিরোধী দল কংগ্রেস। কাশ্মীর নিয়ে সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধীদের বিক্ষোভের নেতৃত্ব দেয় হাতের দল (Congress) । কংগ্রেসের সঙ্গে ওই বিরোধিতায় সামিল হয় সমাজবাদি পার্টি, ডিএমকে, আরজেডি এবং বামেরাও।
www.ndtv.com/bengali