Bengali | Press Trust of India | Monday April 29, 2019
Loksabha Election 4 th Phase: চতুর্থ দফার ভোটে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর এসেছে। আসানসোলে বিজেপি(BJP)প্রার্থী তথা গতবারের সাংসদ বাবুল সুপ্রিয়র গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। যদিও সেখানে যথাযথ পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন(Election Commission)। তারমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে রাজ্যে “গণতন্ত্র হাইজ্যাক” করার অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হল বিজেপি(BJP)। পাশাপাশি সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য কমিশনের(Election Commission)কাছে আরও একবার দাবি করল বিজেপি। বিজেপির প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী মুক্তার আবাবাস নাকভি, বিজয় গোয়েল, দলের মিডিয়া ইনচার্জ অনিল বালুনি। কমিশনের সঙ্গে সাক্ষাৎ এর পাশাপাশি নিজেদের দাবির পক্ষে একটি স্মারকলিপিও দেন বিজেপি(BJP) নেতারা।
www.ndtv.com/bengali