Bengali | Press Trust of India | Sunday April 28, 2019
Loksabha Electon 4th Phase: তিন দফার ভোটগ্রহণ হয়েছে রাজ্যে, সোমবার এ রাজ্যে চতুর্থ দফার ভোটগ্রহণ। ভোট যতই এগোচ্ছে, বাড়ছে রাজনৈতিক তরজা, তীব্র বাক্য বিনিময়। তারমধ্যেই বিজেপির বিরুদ্ধে ভোটারদের টাকা বিলির অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তবে এখানেই থেমে থাকেন নি তিনি, একইসঙ্গে নির্বাচন কমিশনের কাছে তাঁর দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(PM Modi) জনসভার খরচের হিসাব চাইবে বলেও হুঁশিয়ারি দিলেন। মনোনয়নের সময় নিজের হলফনামায় বেশীরভাগ জায়গাতেই “জানি না” লিখেছেন বলেও অভিযোগ করে মমতার(Mamata Banerjee) দাবি, বারাণসী থেকে প্রার্থীপদ বাতিল করতে হবে প্রধানমন্ত্রী মোদীর। পূর্ব মেদিনীপুরে পরপর সভায় তৃণমূল নেত্রী(Mamata Banerjee) বলেন, “নরেন্দ্র মোদীর সভার খরচের হিসাব রাখার আবেদন জানাব নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন যদি সবার থেকে খরচের হিসাব চাইতে পারে, তাঁর কাছে কেন নয়”?
www.ndtv.com/bengali