Bengali | Press Trust of India | Tuesday March 26, 2019
Loksabha Elections 29019: নাম না করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিজেপি, বিভাজন তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তুললেন তিনি পাশাপাশি বললেন,. ভিন্নমত হলেই তাঁর গায়ে “পাকিস্তানি” তকমা সেঁটে দেওয়া হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌর্হাদ্য রক্ষার আবেদন জানান তিনি(Mamata Banerjee), পাশাপাশি দেশে শান্তি ও উন্নতি বজায় রাখতে সবধর্মের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি।
www.ndtv.com/bengali