Bengali | Edited by Indrani Halder | Thursday June 11, 2020
প্রায় ৫০,০০০ বছর আগে নাকি এই পৃথিবীতে একটি বিরাট উল্কাপিণ্ড ধাক্কা মেরেছিল, আর সেই সময়েই মহারাষ্ট্রে (Maharashtra) সৃষ্টি হয়েছিল লোনার হ্রদ। কিন্তু সেই হৃদটিরই (Lonar lake) জল হঠাৎ করে রাতারাতি গোলাপি রঙের হয়ে যাওয়ায় বেবাক বনে গেছেন স্থানীয় লোকজন। মুম্বই থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে বুলধানা জেলার লোনার হ্রদ ১টি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং বিভিন্ন সময় বিশ্বের নানা বিজ্ঞানীরা এখানে আসেন। সেই বিখ্যাত হৃদের জল কেনই বা হঠাৎ করে বর্ণ পরিবর্তন করলো তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ।
www.ndtv.com/bengali