Bengali | Edited by Sumana Chakraborty, Sumana Chakraborty | Wednesday September 4, 2019
পাকিস্তানের সবচেয়ে বড়ো শহর হল করাচি, সেখানকার এক প্রাচীন মন্দিরে ছিল খনন কার্য। এই খনন কার্যের সময় মাটির তলা থেকে বেরিয়ে আসে বেশ কিছু মূল্যবান মূর্তি। সংবাদ সংস্থা থেকে প্রাপ্ত খবরানুসারে, করাচির সোলজের বাজারে অবস্থিত বিখ্যাত পঞ্চমুখী হনুমানের মন্দিরে খনন কার্য চালানোর সময়তেই এই মূর্তি গুলি পাওয়া যায়। মনে করা হচ্ছে, এই প্রাচীন মূর্তি গুলি বেশ মূল্যবান। এই মূর্তি গুলি হলুদ রঙের পাথর দিয়ে তৈরী করা হয়েছিল, এতে সিঁদুরের দাগও স্পট।
www.ndtv.com/bengali