Bengali | Edited by Indrani Halder | Saturday March 28, 2020
যেভাবে গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ঠিক সেইভাবেই বাড়ছে লোকজনের মধ্যে আতঙ্কও। লকডাউনের জেরে প্রায় গৃহবন্দি রাজ্য তথা গোটা দেশের মানুষ। আপাতত ১৪ এপ্রিল পর্যন্ত এই অবস্থা চলবে। তাই ঘরে খাদ্য সামগ্রী মজুত রাখতে চাইছেন সবাই। এমনকী, ঘরে যাতে যথেষ্ট রান্নার গ্যাসও থাকে তার জন্যে রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে গ্যাস সিলিন্ডার বুক করছেন অসংখ্য মানুষ। ফলে প্রতিদিনই বাড়ছে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের পরিমাণ। পশ্চিমবঙ্গ জুড়ে এলপিজি সিলিন্ডারের চাহিদা বাড়ায় দৈনিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাসের (LPG cylinders) চাহিদা, জানিয়েছেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (Indian Oil Corporation IOC) এক আধিকারিক। তিনি বলেন, "গত এক সপ্তাহে এলপিজি সিলিন্ডারের চাহিদা বেড়েছে ৩০ শতাংশ।"
www.ndtv.com/bengali