Bengali | NDTV | Sunday June 30, 2019
গৃহস্থের জন্য সুখবর সপ্তাহের প্রথমদিনেই। সোমবার থেকে রান্নার গ্যালের দাম কমছে সিলিন্ডার প্রতি ১০০.৫০ টাকা। রবিবার একথা জানিয়েছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন। এর ফলে ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৭৩৭.৫০ টাকা থেকে কমে দাঁড়াবে ৬৩৭ টাকা। ইন্ডিয়ান ওয়েলের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির বাজারমূল্য এবং টাকা ও ডলারের রূপান্তরের দর কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। .
www.ndtv.com/bengali