Bengali | Edited by Rajit Das | Monday August 12, 2019
এখনও ভারতের কক্ষপথেই রয়েছে চন্দ্রাযান ২ (Chandrayaan-2)। তবে, আগামী ২০শে অগস্ট সেটি চাঁদের কক্ষপথে (moon's orbit) পাড়ি দেবে। এরও ১৮ দিনের মাথায় সেটি চাঁদের মাটি স্পর্শ করবে (lunar surface)। সোমবার আমেদাবাদে এক অনুষ্ঠানে জানান ইন্ডিয়ান স্পেস রিসার্চ ওর্গানাইজেশনের (ISRO) প্রধান কে শিবম। ২২ জুলাই ভারতের মাটি ছেড়ে সেটি চাঁদের উদ্দেশ্যে রওনা দেয়। চন্দ্রযান ২ (Chandrayaan-2) এখনও পর্যন্ত পরিকল্পনামাফিকই এগোচ্ছে বলে ইসরোর তরফে জানানো হয়েছে। চন্দ্রযান ২ এর পৃথিবীর কক্ষপথ (earth orbit ) অতিক্রমের পরের ধাপটা খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই পাঁচটি পদক্ষেপ করা হয়েছে। যার সাহায্যে চন্দ্রযান ২ পৃথিবীর কক্ষপতেই আপাতত চারদিকে ঘুরপাক খেতে পারছে। ডঃ শিবমের কথায়, ‘আগামী ১৪ই আগস্ট ভোর সাড়ে তিনটের সময় ট্রান্স লুনার ইনজেক্ট করা হবে। ফলে চন্দ্রযান ২-কে পৃথিবী ছেড়ে চাঁদের দিকে পাড়ি দেবে।'
www.ndtv.com/bengali