Bengali | Edited by Indrani Halder | Wednesday April 8, 2020
Madhya Pradesh Coronavirus Updates: করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে গোটা দেশেই যেন এক অসম যুদ্ধ চলছে। লকডাউনের মধ্যেও লাগাতার বেড়ে চলেছে সংক্রমণ (Coronavirus India), কিছুতেই যেন বাগে আনা যাচ্ছে না এই ভাইরাসকে। সবচেয়ে দুঃশ্চিন্তার কথা এই যে, করোনা আক্রান্ত (COVID-19) রোগীদের চিকিৎসা করতে গিয়ে স্বাস্থ্যকর্মী তথা চিকিৎসকরাও একের পর এক ওই মারণ ভাইরাসের কবলে পড়ছেন। মধ্যপ্রদেশের ভোপালেই (Bhopal) যেমন করোনা আক্রান্ত মোট ৮৫ জনের মধ্যে ৪০ জনই স্বাস্থ্যপরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
www.ndtv.com/bengali