Bengali | Edited by Indrani Halder | Friday March 20, 2020
দুই কমলের রাজনৈতিক যুদ্ধে এবার উত্তপ্ত হতে চলেছে মধ্যপ্রদেশ। আজ (শুক্রবার) দুপুর দুটোর সময় মধ্যপ্রদেশ বিধানসভায় আস্থা ভোট হওয়ার কথা। সেখানেই দেখা যাবে, ওই রাজ্যে (Madhya Pradesh) বর্তমানে পাল্লা ভারী কোন কমলের, মুখ্যমন্ত্রী কমল নাথের নাকি কমল-প্রতীকের বিজেপির? গতকালই (বৃহস্পতিবার) শুক্রবার বিকেল ৫টার মধ্যে আস্থা ভোটের (Floor Test) মাধ্যমে কমল নাথ সরকারকে (Kamal Nath Government) নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বিজেপির করা এক মামলার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত জানায় যে মধ্যপ্রদেশের অনিশ্চয়তার পরিস্থিতি কাটাতে আস্থা ভোটের মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। এই প্রসঙ্গে আদালত (Supreme Court) সাতটি গাইডলাইন দিয়েছে যাতে ওই ভোটগ্রহণ প্রক্রিয়াটি নিয়ম মেনে শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করা যায়।
www.ndtv.com/bengali