Bengali | Edited by Biren Bhattacharya | Wednesday March 11, 2020
কংগ্রেসের সঙ্গে ১৮ বছরের সম্পর্ক ছিন্ন করে অবশেষে বিজেপিতে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) । দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন তাঁর বাবাও। ১৫ মাস আগে মধ্যপ্রদেশে (Madhyapradesh) ক্ষমতায় এসেছে কংগ্রেস, তারমধ্যেই ২১ জন বিধায়ক নিয়ে তাঁর দলত্যাগ কংগ্রেসকে বিপদে ফেলে দিল। দুপুর ১২.৩০টা নাগাদ বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল জ্যোতিরাদিত্যের, তবে সূত্রের খবর, “রাহু কাল” এড়াতে তা পিছিয়ে দুপুর ২টো করা হয়। তাঁকে রাজ্যসভায় প্রার্থী করা হতে পারে, এবং খুব শীঘ্রই তা জানাতে পারে বিজেপি, পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও সামিল করা হতে পারে তাঁকে। মঙ্গলবার, দেশজুড়ে হোলির দিনেই, অমিত শাহের বাড়িতে যান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে যান তাঁরা। বৈঠকের কিছুক্ষণ পরেই, সানিয়া গান্ধিকে লেখা চিঠি ট্যুইট করেন তিনি, যেখানে “নতুন শুরু”র কথা জানান মধ্যপ্রদেশের এই তরুণ নেতা। আলিঙ্গন করে তাঁকে বিজেপির সদর দফতরে স্বাগত জানান, গত বছর বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জয় পাণ্ডা।
www.ndtv.com/bengali