Bengali | Edited by Biswadip Dey | Tuesday May 26, 2020
গত কয়েক দিন ধরেই উত্তর ভারতে আতঙ্ক ছড়াচ্ছে পঙ্গপালের ঝাঁক। শস্য ধ্বংসকারী এই পতঙ্গ এই সপ্তাহে প্রবেশ করেছে মধ্যপ্রদেশে। গত তিন দশকে পঙ্গপালকে ঘিরে এমন আতঙ্ক ছড়ায়নি দেশে। বিশেষজ্ঞদের মতে, এদের আটকাতে না পারলে ভারতে শস্যভাণ্ডারে টান পড়তে পারে। উত্তরপ্রদেশের ঝাঁসিতে প্রশাসন দমকল কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। পঙ্গপালের ঝাঁক সেখানে এলে তাদের উপরে রাসায়নিক স্প্রে করবে ওই কর্মীরা। মঙ্গলবার পঙ্গপালদের দেখা গিয়েছে জয়পুরের এক লোকালয়ে। সেখান থেকে তারা উড়ে গিয়েছে সবুজ শস্যের সন্ধানে।
www.ndtv.com/bengali