Bengali | Edited by Indrani Halder | Tuesday March 3, 2020
মাতৃত্বকালীন সুবিধা পাওয়া নিয়ে এক নতুন রায় দিল মাদ্রাজ হাইকোর্ট। আদালতের (Madras High Court) রায় অনুযায়ী কর্মরত কোনও মহিলা প্রথমবার যদি যমজ সন্তান প্রসব করেন, তাহলে দ্বিতীয়বার আরও একটি সন্তান প্রসবের ক্ষেত্রে তিনি আর মাতৃত্বকালীন কোনও সুযোগ-সুবিধা (Maternity Benefits) পাবেন না। কেননা যমজ সন্তান প্রসবের পর ফের কোনও মহিলা সন্তান প্রসব করলে সেটি তাঁর তৃতীয় সন্তান হিসেবেই বিবেচিত হবে। আর বর্তমান নিয়ম অনুযায়ী, কোনও মহিলা তাঁর প্রথম দুই সন্তানের জন্যে মাতৃত্বকালীন সুবিধা পেতে পারেন।
www.ndtv.com/bengali