Bengali | Press Trust of India | Thursday April 25, 2019
Lok Sabha Election 2019: তৃণমূল বিধায়ক তথা লোকসভা নির্বাচনে দলের প্রার্থী মহুয়া মৈত্রর (Mahua Moitra) অভিযোগ সম্পর্কে কমিশনকে (Election Commission) ব্যবস্থা নিতে বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া সর্বোচ্চ আদালতে নদীয়ার বিজেপি সভাপতি মহাদেব সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁর দাবি গত ২৩ এপ্রিল নির্বাচনের প্রচার চলার সময় মহাদেব কৃষ্ণনগর বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের উপস্থিতিতে একটি জনসভায় তাঁর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। এ ব্যাপারে কমিশনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলো সর্বোচ্চ আদালত। আদালতে মহুয়া অনুরোধ করেন তাঁর কেন্দ্রে ভোটের প্রচার শেষ হতে আর বেশি সময় বাকি নেই। এমতাবস্থায় কমিশন কোনও ব্যবস্থা নিচ্ছে না। তাই উপযুক্ত নির্দেশ দেওয়া হোক। এরপর কমিশনকে মহুয়ার অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত।
www.ndtv.com/bengali