Bengali | Edited by Joydeep Sen | Monday December 30, 2019
আমাদের তিন শরিক (শিব সেনা, এনসিপি, কংগ্রেস) দলের মতাদর্শ আলাদা। কিন্তু আমাদের অভিন্ন কর্মসূচি একটাই, মানুষ কী বলতে চাইছে সেটাই শোনা। পূর্ণ মন্ত্রী পদে শপথ নিয়ে সোমবার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথাই বললেন শিব সেনার তরুণ বিধায়ক আদিত্য ঠাকরে। এদিন তিনি বলেন, "সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিনম্র থাকা এবং মানুষের কথা মন দিয়ে শোনা। আমাদের কাছে যত বেশি মানুষ আসবেন, আমরা তাঁদের প্রত্যেকের কথাই শুনবো।' এদিন শিব সেনার ওরলির ওই বিধায়ককে প্রশ্ন করা হয়েছিলো, এই সরকার কি পূর্ণ মেয়াদ সম্পন্ন করবে? তাঁর জবাবে, মানুষের পাশে বিনম্র হয়ে থেকে তাঁদের কথা শোনার পক্ষে এভাবে সওয়াল করেন আদিত্য ঠাকরে।
www.ndtv.com/bengali