Bengali | Edited by Biren Bhattacharya | Wednesday January 8, 2020
মহারাষ্ট্রের জেলা পরিষদ নির্বাচনে বড়সড় ধাক্কা খেলো বিজেপি। সে রাজ্যের জেলা পরিষদের বেশিরভাগ আসনে এগিয়ে বিরোধীরা। অনেক পিছিয়ে বিজেপি। আরএসএসের গড় তথা সদর দফতর হিসেবে পরিচিত নাগপুরে গেরুয়া শিবির সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। নাগপুর গ্রামীণের ৫৮টি আসনের মধ্যে ৪২টি আসনে এগিয়ে কংগ্রেস, শিবসেনা আর এনসিপি। কংগ্রেস একাই এগিয়ে ৩০টি আসনে।এনসিপি ১১ আর শিবসেনা একটা আসনে এগিয়ে। আরও সবচেয়ে বড় ধাক্কা নাগপুরের ধাপেয়ারা আসনে বিজেপির পরাজয়।
www.ndtv.com/bengali