Bengali | Edited by Indrani Halder | Tuesday November 26, 2019
আগামিকাল (বুধবার) সন্ধে নাগাদ মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিশ সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে, রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই রাজ্যে (Maharashtra) যেভাবে রাতারাতি বিজেপি সরকার গঠন করেছে সেই ঘটনাকে চ্যালেঞ্জ করেই আবেদন জমা পড়ে আদালতে, সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার ওই রায় দেয় সর্বোচ্চ আদালত। আগামী "২৪ ঘণ্টার মধ্যে" আস্থা ভোট করানোর বিষয়ে আদেশ দিয়েছেন ৩ বিচারপতি। যেভাবে শনিবার সকালে সকলকে অবাক করে দিয়ে শপথ অনুষ্ঠানের মাধ্য়মে মহারাষ্ট্রের ক্ষমতায় (Maharashtra Government Formation) বসেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ, সেই ঘটনার বিরুদ্ধেই আদালতে আবেদন করে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট। তাঁরা শীর্ষ আদালতের কাছে এই আবেদনও করে যাতে আদালত খুব তাড়াতাড়ি আস্থা ভোট করানোর নির্দেশ দেয়। ফড়নবিশ সরকারকে "অবৈধ" বলে উল্লেখ করে তাৎক্ষণিক আস্থা ভোট (Maharashtra floor test) করানোর আবেদন জানায় ওই ৩ দলের জোট।
www.ndtv.com/bengali