Bengali | Edited by Biren Bhattacharya | Monday October 21, 2019
মহারাষ্ট্র এবং হরিয়ানায় আজ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণপর্ব, দুই রাজ্যেই অনায়াসে জয় হাসিল করে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার ব্যাপারে আশাবাদী বিজেপি। এপ্রিল-মে তে সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত নিজেদের পথের সন্ধানে কংগ্রেস, দুই রাজ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব, ও নেতাদের মধ্যে বিদ্রোহ দেখা দিয়েছে। মহারাষ্ট্রে তাদের জোটসঙ্গী শরদ পাওয়ারের দল এনসিপি, যারা লড়াই করছে। মহারাষ্ট্রে ২৮৮ আসনের মধ্যে, গত পাঁচ বছরে সম্পর্ক তেমন মধুর না হলেও শিবসেনার সঙ্গে জোট গড়েই লড়াইয়ের ময়দানে বিজেপি। কর্ণাটক ও উত্তরপ্রদেশেও বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ রয়েছে, মোট ১৮ রাজ্যের ৬৪ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবার হবে ভোট গণনা।
www.ndtv.com/bengali