Bengali | Rajit Das | Sunday August 4, 2019
লোকসভা ভোটে বিপর্যয়। পদ্ম চাপে জোড়াফুলের নুয়ে পড়ার জোগাড়। প্রশ্ন উঠতে শুরু করেছিল তৃণমূল(TMC) সুপ্রিমোর ক্যারিশ্মা নিয়ে। দলের নিচুতলার নেতা, কর্মীরা যে ক্ষমতার অলিন্দে থেকে জনসংযোগ হারিয়েছেন তা স্পষ্ট হয়। মনে করা হচ্ছিল, মোদী বিরোধীতায় নেত্রীর রনংদেহী মেজাজ বাংলার বহু মানুষই পছন্দ করেননি। ফলে দেশ পরিচালনার ভোটে তৃণমূলের(TMC) বদলে বাংলার একটা বড় সংখ্যার ভোটার বেছে নিয়েছেন বিজেপিকে(BJP)। বছর দু’য়েকের মধ্যেই বিধানসভা ভোট।
www.ndtv.com/bengali