Bengali | Press Trust of India | Thursday June 13, 2019
রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসার একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে সর্বদল বৈঠক ডেকেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, রাজ্যপাল ওই বৈঠক ডেকেছেন বিজেপির নির্দেশে। তিনি বলেন, রাজ্যপাল তাঁকে ওই বৈঠকে অংশ নিতে বললেও তিনি যাবেন না। তাঁর দাবি, আইন শৃঙ্খলা রাজ্যের ব্যাপার, রাজ্যপালের বিচার্য বিষয় নয়। আগামীকাল, শুক্রবার তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস ও সিপি(আই)এমকে ওই বৈঠকে আসার জন্য আহ্বান করেছেন রাজ্যপাল। রাজ্যে সাম্প্রতিক একাধিক রাজনৈতিক হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি দলগুলির সঙ্গে বসতে চেয়েছেন। রাজ ভবনে ওই বৈঠকে তিনি না গেলেও তাঁর এক প্রতিনিধি সেখানে থাকবেন তা অবশ্য জানিয়েছেন মমতা। জানা গিয়েছে তৃণমূলের তরফে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রাজ্যপালের কাছে যাবেন।
www.ndtv.com/bengali