Bengali | Edited by Joydeep Sen | Thursday April 30, 2020
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে দু'মাস আগে হরদ্বারের আর্য সমাজ মন্দিরে বিয়ে করেছিলেন গুড্ডু আর সবিতা। কিন্তু তারপরেই শুরু হয়ে যায় সংক্রমণ পর্ব। তাই এই দম্পতির আশা ছিল লকডাউন মিটলে তাঁরা ম্যারেজ সার্টিফিকেট পেয়ে যাবেন। বিয়ের সময় তাঁরা সার্টিফিকেট জোগাড় করতে পারেননি
www.ndtv.com/bengali