Bengali | Press Trust of India | Thursday July 18, 2019
প্রতিশোধ নিতে এক ব্যক্তির পাতা ফাঁদে মৃত্যু হল তিনজনের, অগ্নিদগ্ধ তিনজন। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকায় ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। দিন পনেরো আগে এক ব্যক্তির স্ত্রী অন্যজনের সঙ্গে পালিয়ে যায়। তাঁদের দুজনের মধ্যে বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বাড়ির সামনে বিদ্যুৎ-এর তার পেতে রেখেছিলেন। সেই সময় বাইরে শুকতে দেওয়া কাপড়ে আগুন লেগে যায়। সেই আগু নেভাতে গেলে বিদ্যুস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয় এবং ৬ জন আহত হন বলে জানায় পুলিশ।
www.ndtv.com/bengali