Bengali | Indrani Halder | Thursday August 1, 2019
এবার জলপাইগুড়িতে (Jalpaiguri) গণপিটুনির শিকার হলেন এক মধ্যবয়স্ক ব্যক্তি। জানা গেছে, ওই ব্যক্তি শিশু ছেলেধরা, (suspicion of being child-lifter) এই সন্দেহ করে তাঁকে বেধড়ক মারধর (Man thrashed) করে স্থানীয় মানুষজন। পরে তাঁকে উত্তেজিত জনতার (local people) থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে ওই ব্যক্তির অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। গত দু'দিন ধরে নাকি জলপাইগুড়ির ১০ কিমি দূরে জয়পুর চা বাগানে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা গেছিল ওই ব্যক্তিকে। এরপরেই এলাকার স্থানীয় মানুষজন তাঁকে ছেলেধরা ভেবে ভুল করে এবং গণপিটুনি দেয় । কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে ওই ব্যক্তিকে স্থানীয় জনতা জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি সেখান থেকে ছুটে পালাতে যান, তখনই উত্তেজিত জনতা তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে।
www.ndtv.com/bengali