Bengali | Edited by Joydeep Sen | Tuesday December 24, 2019
চলতি মরশুমে দু'সপ্তাহ আগে মানালিতে প্রথম তুষারপাত হয়। তবে থেকেই এই শৈল শহরে পর্যটকের আনাগোনা বেড়েছে। হিমালয়কে সব থেকে কাছে দেখতে পাওয়া যায় মানালির গুলাবা, সোলাং ও কোঠি থেকে। এই তিনটে জায়গাতেই তুষারপাতের পরিমাণ বেশি। কিন্নৌর জেলার কল্পা আর লাহুলের কেলং এবং স্পিতিতেও হয়েছে তুষারপাত।
www.ndtv.com/bengali