Bengali | Edited by Indrani Halder | Saturday June 13, 2020
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ যখন দেশে লাগাতার বাড়ছে ঠিক সেই সময়েই দেশের ধর্মীয় স্থানগুলোর দরজা খুলে দেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সঙ্কটজনক পরিস্থিতিতে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) পশুপতিনাথ মন্দিরে (Pashupatinath Temple) ভক্তদের স্বাস্থ্যসংক্রান্ত বিষয়টি বিবেচনা করে একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মন্দসৌরের এই বিখ্যাত মন্দিরে একটি সেন্সরযুক্ত ঘণ্টা বসানো হয়েছে, যাকে না ছুঁয়েই বাজানো যাবে ঘণ্টা (Contactless Bell)।
www.ndtv.com/bengali