Bengali | NDTV | Tuesday August 21, 2018
উল্লেখযোগ্য ভাবে দুমাসেরও কম সময়ের মধ্যে হল সাজা ঘোষণা। গত জুন মাসের 26 তারিখ স্কুলের বাইরে একা দাঁড়িয়েছিল দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী। সেখান থেকে তাকে অন্যত্র নিয়ে গিয়ে নির্যাতন করে ইমরান এবং আসিফ নামে দুই ব্যক্তি। ধর্ষণ করে পালিয়ে যাওয়ার আগে শিশুর গলায় গভীর আঘাতও করে দেয় ওই দুজন।
www.ndtv.com/bengali