Bengali | Edited by Indrani Halder | Saturday February 1, 2020
চিনে মারণ করোনা ভাইরাস (Coronavirus) ছড়িয়ে পড়া পরিবেশের মধ্যে দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে সেখানে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের একটি বিশেষ বিমানে দেশে ফিরিয়ে এনেছে এয়ার ইন্ডিয়া। দেশীয় বিমান সংস্থাটির (Air India) বোয়িং ৭৪৭ বিমানেই চিনের উহান (Wuhan) থেকে ফিরেছেন আতঙ্কগ্রস্ত ওই পড়ুয়ারা, আর তাতে যেন অনেকটাই হাঁফ ছেড়ে বেঁচেছেন তাঁদের অভিভাবকরাও। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও এয়ার ইন্ডিয়ার প্যারামেডিকের পাঁচজন চিকিৎসককে সঙ্গে নিয়ে ওই বিমানটি চিনে পৌঁছয়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর আটক ভারতীয়দের বিমানে করে ফিরিয়ে এনে স্বজনদের হাতে তুলে দিয়েছেন এয়ার ইন্ডিয়ার পাইলট, আর সেই জন্যেই কৃতজ্ঞতায় মন ভরে গেছেন ওই পড়ুুয়াদের বাবা-মায়ের। যেখানে বিশ্বের প্রায় সব দেশই চিনের সঙ্গে আকাশপথে যোগাযোগ স্থগিত রেখেছে সেই পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি নিয়েও যেভাবে সে দেশে (China) বিমান নিয়ে গেছেন পাইলট, তার জন্যে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
www.ndtv.com/bengali