Bengali | Edited by Biren Bhattacharya | Monday November 18, 2019
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উচিত “শিল্পপতি এবং উদ্যোগপতিদের প্রতি গভীর সন্দেহ” দূর করা, যে কারণে দেশের অর্থনৈতিক গতি শ্লথ হয়েছে এবং সামাজিক পরিকাঠামো ভেঙে পড়েছে, দ্য হিন্দু পত্রিকার সম্পাদকীয়তে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এভাবেই আক্রমণ শানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh) । সোমবার ওই পত্রিকায় প্রকাশিত হয় “দ্য ফাউন্টেইন হেডঅফ ইন্ডিয়াস ইকোনমিক ম্যালাসাইজ” বা “ভারতের অর্থনৈতিক অস্থিরতার উৎস” শীর্ষকে লেখা ওই নিবন্ধে প্রাক্তন প্রধামন্ত্রী লেখেন, “গভীর অবিশ্বাসের বিষাক্ত সমন্বয়, ব্যাপক ভীতি এবং আমাদের সমাজে আশাহত হওয়ার মানসিকতা আর্থিক কার্যকারিতার কণ্ঠরোধ করছে, এবং যার কারণে আর্থিক গতিও”।
www.ndtv.com/bengali