Bengali | Reported by ANI, Edited by Indrani Halder | Saturday October 26, 2019
হরিয়ানায় (Haryana Assembly Election 2019) একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে বিজেপি। ঠিক এই পরিস্থিতিতে হরিয়ানা লোকহিত পার্টির নেতা গোপাল কান্ডা শুক্রবার ঘোষণা করেছেন যে তাঁদের ৬ জন নির্দল বিধায়ক শাসক দলকে নিঃশর্ত সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। হরিয়ানায় (Haryana) এই নিয়ে ৮ জন নির্দল বিধায়ক বিজেপিকে সমর্থন জানানোর প্রস্তাব দিয়েছে। বিজেপি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। তিনি (Manohar Lal Khattar) জানিয়েছেন যে, হরিয়ানায় সরকার গঠনের বিষয়ে আশাবাদী । হরিয়ানার পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে গভীর রাতে একটি বৈঠক শুরু হয় যা শুক্রবার সকাল পর্যন্ত চলে। বিজেপি, ৯০ সদস্যের হরিয়ানা বিধানসভাতে ৭৫ টি আসন পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও, গতকাল (বৃহস্পতিবার) ভোট গণনার পরে দেখা যায় মাত্র ৪০ টি আসন পেয়েছে ওই দল। কংগ্রেস, ৩১ টি আসন পেয়ে জোটের জন্য জননায়ক জনতা পার্টির দুশ্যান্ত চৌতলার দ্বারস্ত হয়। অঙ্কের হিসাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য জেজেপির ১০ জন বিধায়কেরও বেশি সমর্থন প্রয়োজন হবে কংগ্রেসের।
www.ndtv.com/bengali