Bengali | ANI | Tuesday March 5, 2019
রাজস্থানের সীমান্ত জেলা বারমেরের খেজড় কে পাড় গ্রামের বাসিন্দা পাত্র মহেন্দ্র সিং (Mahendra Singh) শনিবার থর এক্সপ্রেসের টিকিট কিনেছিলেন। পাকিস্তানের সিন্ধু প্রদেশের অমরকোট জেলার সিনোই গ্রামের চাগন কানওয়ারের (Chagan Kanwar) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল তাঁর।
www.ndtv.com/bengali