Bengali | Agencies | Tuesday October 23, 2018
শুধু তাই নয় মঙ্গল গ্রহের কোনও কোনও অংশে অক্সিজেনের পরিমাণ এতটাই বেশি যে সেখানে স্পঞ্জের মতো প্রাণীও বেঁচে থাকতে পারে। নেচার জিওসায়েন্স জার্নালে সোমবার একথাই জানানো হয়েছে। মুখ্য প্রাবন্ধিক জানিয়েছেন প্রচুর পরিমাণে নুন মিশ্রিত রয়েছে এমন জলে অক্সিজেন আছে। এটা থেকে আমাদের মনে হয় মঙ্গলগ্রহে প্রাণের সন্ধান আছে। কিন্তু এর আগে পর্যন্ত মনে করা হয় মঙ্গলগ্রহে যে পরিমাণ অক্সিজেন আছে তার সাহায্যে প্রাণ বাঁচতে পারে না। এবার উঠে এল অন্য তথ্য।
www.ndtv.com/bengali