Bengali | Edited by Debjani Chatterjee | Thursday May 2, 2019
জইশ-ই-মহম্মদ (Jaish -E- Mohammad) প্রধান মাসুদ আজহারকে (Masood Azahar) ইতিমধ্যে আন্তর্জাতিক জঙ্গি (Global Terrorist) হিসেবে ঘোষণা করে দিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। এই ঘটনায় ভারতের বিরাট জয় হয়েছে বলে মনে করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, "আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরাট জয় হয়েছে। অথচ বিরোধীরা লজ্জাজনক মন্তব্য করে চলেছেন। মাসুদকে দীর্ঘদিন ধরেই জঙ্গি ঘোষণা করতে তৎপর ভারত। কিন্তু চিনের বাধায় এতদিন তা করা যাচ্ছিল না। চিনের বাধা সরতেই মাসুদকে গ্লোবাল টেরারিস্ট ঘোষণা করেছে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। চিন বলেছে গোটা বিষয়টি খতিয়ে দেখার পর তারা আর আপত্তি করার কোনও কারণ খুঁজে পায়নি"।
www.ndtv.com/bengali