Bengali | NDTV | Tuesday July 31, 2018
উত্তর প্রদেশে জোটের পথ সুগম হলেও মধ্যপ্রদেশে কিছুটা হলেও সমস্যা আছে। সেখানে কংগ্রেস এবং অন্য দলগুলির শক্তি বিএসপির থেকে বেশি। তবু নাকি সেখনে আসন্ন বিধানসভা নির্বাচনে 230টির মধ্যে 50 টি আসন চেয়েছেন মায়াবতী। কিন্ত তাঁকে অত আসন ছাড়তে রাজি নয় বাকিরা। অন্যদিকে, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, বিহার এবং তামিলনাডুরতে সমঝোতা প্রায় সেরে ফেলেছে কংগ্রেস। ঝাড়খণ্ডে জেএমএম, তামিলনাডুতে ডিএমকে এবং মহারাষ্ট্রের এনসিপি কংগ্রেসের হাত ধরছে বলে শোনা যাচ্ছে। আর বিহারে আগেও মহাজোট হয়েছিল। তবে বিজেপি বিরোধী সেই মহাজোটের মুখ নীতীশ কুমার এখন বিজেপির সঙ্গে। তাই তাঁকে বাদ দিয়েই হবে জোট।
www.ndtv.com/bengali