Bengali | Edited by Biren Bhattacharya | Monday February 24, 2020
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, “সবসময়েই ভারতের বিশ্বস্ত বন্ধু থাকবে আমেরিকা”, সোমবার ভারত সফরের প্রথমদিনে আহমেদাবাদের স্টেডিয়ামে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন সকালেই মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে গুজরাটে পৌঁছান মার্কিন ডোনাল্ড ট্রাম্প। প্রায় ১ লক্ষ জমায়েতের সামনে তিনি বলেন, “নমস্কার, আমেরিকা ভারতকে ভালবাসে”। তিনি আরও বলেন, “আমি আমার বিশেষ বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই। এই শহরে একজন চা বিক্রেতার সন্তান—স্মরণীয় উথ্থান হয়েছে তাঁর...তিনি একজন মহৎ ব্যক্তি। সবাই তাঁকে ভালবাসে, তিনি একজন দারুণ বক্তা”। প্রধানমন্ত্রী মোদি “নমস্কার ট্রাম্প” সম্ভাষণ করে বক্তব্য শুরু করেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, “আমেরিকা-ভারত সম্পর্ক আর অন্য কিছুতে নেই, সম্পূর্ণ বন্ধুত্ত্বপূর্ণ সম্পর্কে রয়েছে”। ভারতের লক্ষাধিক ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার চেষ্টা এবং দেশের বৃদ্ধির জন্য অন্যান্য উদ্যোগের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
www.ndtv.com/bengali