Bengali | Edited by Biren Bhattacharya | Wednesday April 15, 2020
করোনা (Coronavirus) নিয়ে বুধবার সন্ধ্যায় দেশের ১৭০টি হটস্পটে জেলা (Hotspotistricts) তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার, সেই তালিকায় রয়েছে দেশে ৬টি মেট্রো শহর এবং বেশিরভাগই বড় শহর। “বেশি সংক্রমিত” এলাকার হিসেবে রয়েছে ১২৩টি জেলা, তারমধ্যে দিল্লির ৯টি জেলা রয়েছে। তালিকায় রয়েছে কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু গ্রামীণ, হায়দরাবাদ, চেন্নাই, জয়পুর, এবং আগ্রার বিভিন্ন অংশ।
www.ndtv.com/bengali