Bengali | Edited by Indrani Halder | Tuesday January 28, 2020
২০২২ সালের মার্চ মাসেই জলের তলা দিয়ে মেট্রো (Under Water Metro) রেল ছুটবে বলে আশার আলো দেখালেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের কার্যকরী নির্দেশক মানস সরকার। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের (East-West Project) শেষ পর্যায়ের কাজ বাকি আছে। তারপরেই এই দেশের মধ্যে প্রথম (India's First Under Water Metro) নদী গর্ভে তৈরি সুড়ঙ্গপথ দিয়ে ছুটে যাবে কলকাতা মেট্রো। হুগলি নদীগর্ভ (Hooghly River) দিয়েই চলবে ওই ট্রেন (Kolkata Metro)। এই মুহূর্তে ভারতীয় রেলওয়ে বোর্ডের কাছ থেকে ২০০ মিলিয়ন (২.৮ মিলিয়ন ডলার) টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা, ওই টাকা পেয়ে গেলেই আগামী দু'বছরের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের নদী গর্ভের কাজ শেষ হবে, ফলে নদীর তলা দিয়ে চলতে পারবে মেট্রো। তবে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার থেকেও ৪১,৬ বিলিয়ন টাকা লোন হিসাবে পাওয়ার সম্ভাবনা রয়েছে যা ওই প্রকল্পের ৪৮.৫% তহবিল লাভে সাহায্য করবে।
www.ndtv.com/bengali