Bengali | Edited by Indrani Halder | Wednesday April 15, 2020
কিছুদিন আগেও মেক্সিকোর এই সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় লেগেই থাকতো। একের পর এক পর্যটক সারি বেঁধে সি-বিচে রোদ পোহাচ্ছেন, অমন দৃশ্য দেখতেই অভ্যস্ত ছিলাম আমরা। কিন্তু এক করোনা ভাইরাস অনেক পরিচিত দৃশ্যকেই বদলে দিচ্ছে এখন। গোটা বিশ্বের মতো মেক্সিকোও এখন ওই মারণ ভাইরাসের (Coronavirus in Mexico) উপদ্রবে বিপর্যস্ত। লোকজন সকলেই প্রায় ঘরবন্দি, চলছে লকডাউন (Coronavirus Lockdown)। ফলে সমুদ্র সৈকতও এখন পর্যটকশূন্য। আর এই সময়টাতেই একেবারে পোয়া বারো অন্য প্রাণীদের। মেক্সিকোর স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, গত এক দশকে এই প্রথমবার সমুদ্র সৈকতে উঠে এসে অবাধে ঘুরে বেড়াচ্ছে ইয়াব্বড় বড় কুমির (Crocodiles), শুধু তাই নয়, আরাম করে রোদ পোহাচ্ছেও তাঁরা।
www.ndtv.com/bengali