Bengali | Edited by Joydeep Sen | Wednesday January 15, 2020
এদিন অর্থাৎ বুধবার তিথি মেনেই চলেছে পুণ্যস্নান। মঙ্গলবার মধ্যরাত ১২.২৪ নাগাদ শুরু হয়েছে পুণ্যতিথি। বুধবার সন্ধ্যে পর্যন্ত চলবে সেই তিথি বলে খবর। জেলা প্রশাসন মেলার নিরাপত্তা নিশ্ছিদ্র করতে মেলা প্রাঙ্গণ জুড়ে সিসি ক্যামেরা লাগানোর পাশাপাশি ড্রোনেও চালাচ্ছে নজরদারি। মেলার মূল প্রবেশদ্বারে ছিল কিউআর কোড ব্যান্ড। যেটা পরে তীর্থযাত্রীদের মেলা প্রাঙ্গণে ঢুকতে হয়েছে। কুম্ভ মেলার পরই হিন্দুদের অন্যতম পুণ্যস্থান হিসেবে এই গঙ্গাসাগরকে ধরা হয়। এই গঙ্গাসাগরে ডুব দিলেই নাকি সব পাপ ধুয়ে মুছে যায়। এই বিশ্বাস থেকেই সাগর মেলায় দলে-দলে ভিড় করেন তীর্থযাত্রীরা। মূলত কপিল মুনির মন্দির ঘিরে চলে এই মেলা। স্নান সেরে মুনির আশ্রমে পুজো দিতেও দেখা গিয়েছে লক্ষাধিক তীর্থযাত্রীকে।
www.ndtv.com/bengali