Bengali | Indo-Asian News Service | Tuesday April 9, 2019
স্কুলে পড়তে পড়তেই এয়ারফোর্স পাইলট হয়ে উঠার স্বপ্ন দেখেছিলেন ফায়াজ, ইচ্ছা ছিল বড় হয়ে নিশ্চয়ই বিমান ওড়াবেন। কিন্তু অভাবের তাড়নায় পাইলট হওয়া দূরস্থান স্কুলেই যাওয়া বন্ধ হয়ে যায় তাঁর। তবে ইচ্ছে আর স্বপ্নরা তো মরে না। দিনের বেলা পপকর্ন বিক্রি করে রাতের বেলা চৌকিদারের কাজ করে টাকা জমিয়েছিলেন ফায়াজ। এবং শেষমেশ, কারও থেকে কোনও রকম প্রযুক্তিগত সাহায্য না নিয়েই একবছর আগে নিজের সেই বিমান বানানো শুরু করেন তিনি।
www.ndtv.com/bengali