Bengali | NDTV | Tuesday July 17, 2018
এবার এ বিষয়ে উদ্যোগ নিতে শুরু করল কেন্দ্র । এমনিতে বছর দুয়েক আগে পাস হওয়া জুভেলাইন জাস্টিস অ্যাক্টে বলা হয়েছে শিশুদের দত্তক দেয় এমন সবকটি সংস্থাকেই সেন্ট্রাল অ্যাডপশন রেসকিউ অথরিটি বা সিএআরএ-র সঙ্গে যুক্ত থাকতে হবে। গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত প্রায় 2,300টি সংস্থা এই সিস্টেমের সঙ্গে নিজেদের যুক্ত করেছে। কিন্ত এখনও কমবেশি 4,000টি সংস্থা সে পথে হাঁটেনি। স্বভাববতই এই তথ্যে খুশি হতে পারেননি মন্ত্রী। নিজের ক্ষোভের কথাও ব্যক্ত করেছেন তিনি। এই ফারাক যাতে আর না থাকে তার জন্যই রাজ্য গুলিকে উদ্যোগ নিতে বলল ম্যানেকার মন্ত্রক। ন্যাশনাল কমিশন অফ প্রটেকশন অফ চাইল্ড রাইটস –এর তথ্য বলছে প্রায় আড়াই লক্ষ শিশু নথিভুক্ত হোম গুলিতে থাকে।
www.ndtv.com/bengali