Bengali | Reported by Mukesh Singh Sengar, Edited by Debanish Achom | Monday June 24, 2019
শনিবার মধ্যরাতে সাংবাদিকের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল একদল মুখোশধারী (masked men) দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, দিল্লির সাংবাদিক মিতালি চান্দোলাকে (Mitali Chandola) পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তারা। খবর, সেই সময় নয়ডার বাসিন্দা মিতালি দিল্লি পূর্বের বসুন্ধরা এনক্লেভের সামনে দিয়ে হুন্ডাই আই২০ গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। আন্দাজ রাত সাড়ে বারোটার সময় আচমকাই একটি মারুতি সুইফট পথ আটকে দাঁড়ায়। তারপরেই পরপর মিতালিকে লক্ষ্য করে দুটি গুলি চালায় তারা । পুলিশ সূত্রে খবর, একটি গুলি গাড়ির সামনের উইন্ডস্ত্রিন ভেঙে দেয়। অন্যটি এসে লাগে মিতালির হাতে। পুলিশের কাছে সাংবাদিকের অভিযোগ, পালানোর আগে দুষ্কৃতীরা গাড়ি লক্ষ্য করে পচা ডিমও ছুঁড়ে মারে।
www.ndtv.com/bengali