Bengali | Press Trust of India | Thursday October 25, 2018
প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী লাল থানওয়ালা দুটি কেন্দ্র থেকে লড়ছেন। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি ( সেন্ট্রাল ইলেকশন কমিটি) এই প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে। আর উত্তর পূর্ব ভারতে দলের দায়িত্বে থাকা মুকুল ওয়ান্সকি আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত দুটি আসন থেকে লড়ছেন। উত্তর পূর্ব ভারতে এখন একমাত্র মিজোরামেই ভোট হচ্ছে। 40 আসনের বিধানসভায় ভোট হবে এক দফায়।
www.ndtv.com/bengali