Bengali | Edited by Indrani Halder | Saturday March 14, 2020
"জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে", কবি মধুসূদন দত্তের এই কথাগুলো আমরা প্রায় প্রত্যেকেই জানি, কিন্তু মনে মনে অমর হওয়ার ইচ্ছা অনেকেরই থাকে। অন্তত মৃত্যুর পর প্রতিনিয়ত মানুষজন মনে করবে, এমন ইচ্ছা হৃদয়ে পোষণ করেন না এমন মানুষ হাতে গোণা। এবার মানুষের মনে অমর থাকার ইচ্ছায় নিজের মূর্তি গড়ে ফেললেন গোসাবার (West Bengal) তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর । নেতা-মন্ত্রীরা মারা গেলে অনেকসময়ই তাঁর (Jayanta Naskar) স্মরণে মূর্তি গড়া হয়, কিন্তু তাঁর অনুপস্থিতিতে কে কীভাবে স্মরণ করবেন সেই অনিশ্চয়তায় না গিয়ে নিজের একটি নয়, তিন-তিনটি মূর্তি গড়ালেন ওই বিধায়ক (TMC MLA)।
www.ndtv.com/bengali