Bengali | Edited by Madhurima Dutta | Monday September 2, 2019
সেই সময় ডাঃ দেবেন দত্ত হাসপাতালে উপস্থিত ছিলেন না এবং ফার্মাসিস্টও ছুটিতে ছিলেন। কর্তব্যরত নার্স স্যালাইনের ব্যবস্থা করলেও ওই শ্রমিক মারা যান। ডাঃ দেবেন দত্ত বেলা সাড়ে তিনটের দিকে এলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাকে মারধর করে এবং হাসপাতালের একটি কক্ষে প্রবীণ চিকিৎসককে আটকে রেখে দেয়।
www.ndtv.com/bengali