Bengali | Edited by Indrani Halder | Wednesday July 29, 2020
মোদার্না (Moderna) ইনকের তৈরি কোভিড -১৯ ভ্যাকসিন (Moderna vaccine) ১৬টি বাঁদরের শরীরে প্রয়োগ করে সাফল্য মিলল। এর ফলে এই মহামারী থেকে মানুষের সুরক্ষার ক্ষেত্রে একটি উৎসাহজনক পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। নিউজিল্যান্ডের জার্নাল অফ মেডিসিন যে সমীক্ষা করেছে তার ফলাফলে দেখা গেছে যে, দুটি ইনজেকশন দেওয়ার পরেই চোখে পড়ার মতো লক্ষণ দেখা গেছে। ওই বাঁদরগুলোর মধ্যে সংক্রমণ (Covid-19) আর একচুলও বাড়েনি। গবেষকরা মনে করছেন, এই ভ্যাকসিন যদি একইভাবে মানুষের দেহেও কাজ করে তাহলে বায়ু থেকে করোনা ভাইরাসের সংক্রমণ মানবদেহে ছড়ানো অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে।
www.ndtv.com/bengali