Bengali | Edited by Indrani Halder | Wednesday March 11, 2020
দেশে জ্বালানির দাম কমানোয় নজর দেওয়ার থেকে বিভিন্ন রাজ্যগুলিতে "নির্বাচিত কংগ্রেস সরকারকে ক্ষমতা থেকে সরাতে ব্যস্ত" প্রধানমন্ত্রী (PM Narendra Modi), বললেন রাহুল গান্ধি । বুধবার সকালে এক টুইট বার্তায় নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে টুইট করেন রাজীব-সনিয়া পুত্র (Rahul Gandhi)। তিনি লেখেন, "আরে @ পিএমও ইন্ডিয়া, আপনি (নরেন্দ্র মোদি) তো নির্বাচিত কংগ্রেস সরকারকে টালমাটাল করার কাজে ব্যস্ত ছিলেন, এই সময় আপনার পক্ষে গোটা বিশ্বে যে তেলের দাম ৩৫% কমেছে সেই বিষয়টি লক্ষ্য না করাই স্বাভাবিক"। এই মুহূর্তে প্রধানমন্ত্রী মোদি সহ গোটা বিজেপি দল ব্যস্ত মধ্যপ্রদেশের ১৫ মাস বয়সী কমল নাথ সরকারকে (Madhya Pradesh Government) ফেলে দিতে, এমন অভিযোগই করেন ওই কংগ্রেসের প্রাক্তন সভাপতি।
www.ndtv.com/bengali