Bengali | Edited by Indrani Halder | Monday December 23, 2019
জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে আইনের পড়াশুনো শেষ করে দিল্লিতেই আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করার স্বপ্ন নিয়ে গত বছর দেশের রাজধানীতে পা রেখেছিলেন বিহারের বাসিন্দা মহম্মদ মিনহাজউদ্দিন । কিন্তু নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিশ্ববিদ্যালয় চত্বরে গত ১৫ ডিসেম্বর হওয়া প্রতিবাদ-আন্দোলনের (Citizenship Protest) দিনটি তাঁর কাছে এখন দুঃস্বপ্ন হয়ে গেছে। কেননা ওই দিনেই জামিয়া মিলিয়া ইসলামিয়া গ্রন্থাগারে ঢুকে বিশ্ববিদ্যালয়ের পডুয়াদের (Jamia Student) উপর নির্মমভাবে মারধর করে দিল্লি পুলিশ। সেই সময় ওই গ্রন্থাগারেই ছিলেন মিনহাজউদ্দিন। ওই পুলিশি অভিযানের সময় গুরুতরভাবে আহত হন তিনিও এবং ফলস্বরূপ এক চোখের দৃষ্টিশক্তি হারাতে হয় ওই তরতাজা যুবককে। যার সামনে এক উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি দেওয়ার কথা ছিল, সেই তিনিই (Mohammad Minhajuddin) এখন আংশিকভাবে দৃষ্টিহীন হয়ে হতাশার সমুদ্রে ঢুকে গেছেন।
www.ndtv.com/bengali