Bengali | Edited by Biren Bhattacharya | Sunday January 12, 2020
জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (Jawaharlal Nehru University) আক্রান্ত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে সেখানে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) যাওয়া নিয়ে ট্যুইট-যুদ্ধে জড়িয়ে পড়লেন ইনফোসিস ডিরেক্টর মোহনদাস পাই (Mohandas Pai) এবং বায়োকন প্রধান কিরণ মজুমদার সাউ (Kiran Mazumdar Shaw) । জেএনইউ তে যাওয়ার পর থেকেই ট্যুইটারে অভিনেত্রীর সমালোচনায় মুখর হয়েছে একাংশ, তাঁর ছবি “ছাপাক (Chhapak)” বয়কটেরও ডাক দেওয়া হয়েছে।
www.ndtv.com/bengali