Bengali | Rajit Das | Friday August 16, 2019
জীবন দিয়েছিলেন দেশের কাজে। তাঁকে ভুলে যাননি গ্রামের নতুন প্রজন্ম। ভালোবাসার প্রতিদানে স্বাধীনতা দিবসে বিএসএফের (BSF jawan) বিধবা স্ত্রীকে চাঁদা তুলে পাকা বাড়ি গড়ে দিলেন গ্রামবাসীরা। ইন্দোর থেকে ৪০ কিলোমিটার দূরে পিরপিপিয়ালির (Peer Pipaliya) ঘটনা। এ যেন চাঁদ পাওয়। নবপ্রজন্মকে বাহবা আর আশীর্বাদ জানাচ্ছেন রাজু বাই (Raji Bai)। সেই ভিডিও ভাইরাল হয়েছে। ২৬ বছর আগে ত্রিপুরায় কর্তব্যরত বিএসএফ জাওয়ান (BSF jawan) মোহনলাল সুনের (Mohonlal Suner) নিহত হন। সুনেরের গর্ভবতী স্ত্রী রাজু বাই তখন তিন বছরের ছেলেকে নিয়ে একেবারে একা। পরে মিস্ত্রির কাজ করে জীবন অতিবাহিত করেন তিনি। রাজুর সেই সংগ্রামের কথা নজর এড়ায়নি গ্রামের যুবকদের।
www.ndtv.com/bengali